প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের জালে গোল উৎসব করেছে বাংলাদেশের মেয়েরা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ , ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ডেস্ক রিপোর্ট:তিন দিন আগেই কমলাপুর স্টেডিয়ামে প্রথম ফিফা প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আজ জয়ের ব্যবধান বাড়ানোর পরিকল্পনা ছিল স্বাগতিকদের। তাই বলে ৮ গোলের ব্যবধানে জয়! বাংলাদেশ কোচ সাইফুল বারী ও অধিনায়ক সাবিনা খাতুন দুজনই জয়ের ব্যবধান দেখে অবাক।
কোচ সাইফুল বারী সংবাদ সম্মেলেন বলেছেন, ‘এই জয়ে আমার বিন্দুমাত্র অবদান নেই। মেয়েরা যা করছে, সব ওদের কৃতিত্ব। আজ আমি অবাক, ৮-০! ওয়াও।’ কোচের পাশে বসে সাবিনা বললেন, ‘গত বছর ঢাকায় মালয়েশিয়ার সঙ্গে প্রথম ম্যাচে ৬-০ গোলে জেতার পর পরের ম্যাচে গোলশুন্য ড্র করি। সেটা একটা বাজে অভিজ্ঞতা ছিল। তাই আমি আজ অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলাম না। ফলে আমিও ভাবিনি আমরা আজ আট গোলে জিতব
আপনার মন্তব্য লিখুন