জামালগঞ্জে ভূমি রক্ষায় সংবাদ সম্মেলন করেন এক ভুক্তভোগী
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ , ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.শাহীন আলম,সুনামগঞ্জ:সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি রক্ষায় সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী।
সোমবার সকালে উপজেলার সাচনা গ্রামের মৃত অশ্বিনী কুমার দাসের ছেলে অনিল বরণ দাস জামালগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তিনি বলেন, আমার পৈত্রিক সম্পত্তি শান্তি প্রিয় দখলীয় জমি। জামালগঞ্জ সদর ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত আব্দুল বারী চৌধুরীর ছেলে রফিকুল ইসলাম চৌধুরী ও তার ছোট ভাই ফরহাদ চৌধুরী গত সেটেলমেন্ট জরিপে আমি কারণবশত অনুপস্থিত থাকার সুযোগে নিয়মবহির্ভূত আমার দখলীয় জমি তাদের নামে রেকর্ড করে নেন। আমি জানতে পেরে সুনামগঞ্জ ল্যান্ড ট্রাইব্যুনালে অভিযোগ করি। (অভিযোগ নাম্বার-১৫৪৩)। গত কিছুদিন আগে আমি জানতে পারি উক্ত জমি অন্য একটি ধর্মীয় প্রতিষ্ঠানে সাফ কাবলা করে দান করে দিয়েছেন। এ থেকে আমার প্রতীয়মান হয় যে শান্তির উপজেলা জামালগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পায়তারায় লিপ্ত রহিয়াছে তারা। আমি নিরুপায় হয়ে গনমাধ্যমেে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।
০৪/১২/২০২৩
আপনার মন্তব্য লিখুন