১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

মুক্তিযুদ্ধের তীর্থভূমি ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহাসিক স্থান ও স্মৃতি সংরক্ষণে মতবিনিময় সভা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ , ১ অক্টোবর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

এনই আকন্ঞ্জি, প্রজন্ম-প্রজান্মতরে মুক্তিযুদ্ধের চেতনাকে বিকশিত করতে মহান মুক্তিযুদ্ধের তীর্থভূমি খ্যাত ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন ঐতিহাসিক স্থান ও স্মৃতি সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। এ উদ্যোগের আওতায় তিন অর্থ বছরব্যাপী প্রকল্প গ্রহন করা হয়েছে। রবিবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে এ বিষয়ে জানান জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।

এ সময় তিনি জানান, সীমান্তবর্তী জেলা হওয়ায় ব্রাহ্মণবাড়িয়াতে মুক্তিযুদ্ধের সময় বহু সম্মুখ সমরযুদ্ধসহ অন্যতম রণাঙ্গণ। এখানে বহু গণকবর, বধ্যভূমি, শহীদ সমাধি ও যুদ্ধস্থল রয়েছে। এসব স্মৃতিময় স্থানগুলো ও মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে জেলা পরিষদ থেকে ৫ কোটি টাকা ব্যায়ে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। ফলে নতুন প্রজন্মমুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, এডঃ আক্তার হোসেন সাইদ, আবু হুরায়রাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসীম উদ্দিন,
সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন