ব্রাহ্মণবাড়িয়ায় ওলামা ও সুধী সম্মেলনে চরমোনাই পীর, জোর করে ক্ষমতায় বসা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ , ২২ আগস্ট ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
- এনই আকন্ঞ্জি ,মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, রাত্রে ভোট দেয়া চলবে না জোর করেক্ষমতায় বসা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না, আগামীতে নিরপক্ষ নির্বাচনউপহার দিতে হবে। তিনি রোববার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে শহরের কাউতলী স্বপ্নতরী কনভেনশন কক্ষে ওলামাও সুখী সম্মেলনে প্রধান অতিথির বক্তেব্য এ কথা বলেন। জেলা সভাপতি অধ্যাপকমাওলানা আব্দুল কালাম আজাদ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেনইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান,মাওলানা আলী আযম কাসেমী, এছাড়াও এতে জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এসময়বক্তেব্য রাখেন। সম্মেলনে জেলা বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যাক নেতাকর্মী
অংশ নেন।
আপনার মন্তব্য লিখুন