মরহুম মাক্কি ভাই- আছে আমাদের হৃদয়ে
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ , ১০ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)প্রত্যেক প্রাণই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে । আমি তোমাদের ভালো ও খারাপ অবস্থা দিয়ে পরীক্ষা করি । আর আমারই কাছে তোমাদের ফিরে আসতে হবে ।— সূরা আম্বিয়া, আয়াতঃ ৩৫-।আমাদের চারপাশে অনেক মানুষ থাকে কিন্তু সবাই আমাদের প্রিয় মানুষ হয় না। যারা আমাদের মনের দুঃখ কষ্ট এবং সব সময় পাশে থাকে তারাই আমাদের প্রিয় মানুষ হয়ে থাকে। এমন একজনের কথা বলছি তিনি মরহুম ফরহাদ রহমান (মাক্কি) আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সম্মানিত উপদেষ্টা মরহুম ফরহাদ রহমান ( মাক্কি) ভাইকে অনেকেই ডিসি বলে ডাকতেন। শুধু আমাদের নই অনেকেইর প্রিয় ব্যক্তিত্ব ছিলেন তিনি। অল্প সময়ে আমি উনাকে যা দেখেছি,একজন সত্তিকারের একজন ভালো মানুষ ছিলেন। হাসি উজ্জ্বল এক জন রুচিশীল ভদ্র মানুষ ছিলেন। তিনি সরাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য। একজন এমন করে লেখেন, দুনিয়াতে খুব অল্প কিছু মানুষ আছে,যারা আসলেই আলাদা, সারা জীবনেও তারা কারও আপন হতে পারে না, তাদের কেউই বুঝে না,তাদের সবথেকে ও আসলে শূন্যতা ছাড়া কিছুই থাকে না,তারা একা আসে, একা ঘুরে,একাই থাকে, একাই চলে যায় ! সব মানুষের বেলায় এমন নাও হতে পারে।হয়তো অনেকে ভুলে গেছেন।আজ এমন দিনে মাক্কি ভাই আমাদেরকে ছেড়ে’ না ফেরার দেশে চলে গেছেন।আজ মরহুমের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করি এবং দোয়া চাই আল্লাহ যেন আপনাকে জান্নাতবাসী করেন। আজ মরহুম ফরহাদ রহমান মাক্কি’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন