ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ , ৫ আগস্ট ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এনই আকন্ঞ্জি ,ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হাফিজ উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (৪ আগষ্ট) বিকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের হরিপুর গ্রামে রায়হানসহ ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত হাফিজ উদ্দিনকে ধরে বুকের বাম দিকে ছুরিকাঘাত করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শনিবার (৫ আগষ্ট) সকালে সরাইল থানার পুলিশ পরিদর্শক (এসআই) বাবুল হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, রাতেই আমরা ঘটনাস্থলে গিয়েছি। ছুরিকাঘাতের পর স্বজনরা তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। মরদেহ এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আছে।
নিহত হাফিজ উদ্দিনের স্বজনেরা বলেন, শুক্রবার বিকালে রায়হানসহ ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত হাফিজ উদ্দিন দাদাকে ধরে বুকের বাম দিকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
আপনার মন্তব্য লিখুন