ব্রাহ্মণবাড়িয়া ফরমায়েশি রায়ের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৪৫ পূর্বাহ্ণ , ৪ আগস্ট ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এনই আকন্ঞ্জি :বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধমীনি ডাঃ জোবাইদা রহমান এর বিরুদ্ধে আওয়ামী সরকারের আদালত কর্তৃক ফরমায়েশি রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে।আজ বিকালে ব্রাহহ্মণবাড়িয়া শহরে শিমরাইলকান্দি থেকে একটি মিছিল বেড়হয়ে পাউয়ার হাউজ রোডে এসে শেষ হয়, এসময় সভাপত্বিত করেন ভারপ্রাপ্ত যুবদরেরস ভাপ্রতি অ্যাড: গোলাপ হোসেন, এতে বক্তব্য রাখে জেলা বিএনপির সাবেকস ভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকজ হিরুল হক জহির, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহস্থা নীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে করা মামলাটিষ ড়যন্ত্র মূলক এবং মিথ্যা মামলায় সাজা দিয়ে তাদের ভাবমূর্তি ক্ষুন্ন করা হচ্ছে।স রকারের ইশারাতেই এ রায় হয়েছে। এটি একটি ফরমায়েশি রায়, সরকার
জনবিচ্ছিন্ন হয়ে এখন এসব করতেছে।
আপনার মন্তব্য লিখুন