ব্রাহ্মণবাড়িয়া জেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে অভিযান
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ , ২৭ জুলাই ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এনই আকন্ঞ্জি ,পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতয় আজ ২৭ জুলাই বৃহস্পতিবার জেলার সদর উপজেলায় জগত বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে একটি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ রাখার দায়ে ৫০,০০০/= টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং প্রায় ৭০ কেজি পলিথিন জব্দ করা হয়।
এ মোবাইল কোর্ট পরিচালনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন জনাব গোলাম মোস্তাফা মুন্না । পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জোবায়ের হোসেনসহ অন্যান্য কর্মচারী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জোবায়ের হোসেন বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন