
বর্ণিল আয়োজনে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল হোসেনকে বর্ণিল আয়োজনে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার (১ জুলাই) সকাল সাড়ে ১০ টায় বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আবুল মোবারকের সভাপতিত্বে ও মো: মাসুকুর রহমান ও এইম এম সুমনের যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হরষপুর ইউপির চেয়ারম্যান সারোয়ার রহমান ভূঞা।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: জুহুর আহম্মেদ, হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হুমায়ূন কবীর, বিশিষ্ট সর্দার
ইসহাক মিয়া,মনোরঞ্জন সূত্রধর, মো: আজিজুল ইসলাম,,মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আরিফুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এ বি এম রিপন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চেঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ্জান মিঞা।
অন্যান্যদের বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক ছাত্র এনামুল হক মামুন,উসমান গনি, আশ্রাফুল ইসলাম, রাশেদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। এসময় ১১ জন গুণিজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আপনার মন্তব্য লিখুন