সরাইলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ , ২১ জুন ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবিড়িয়া জেলার সরাইলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ২১ জুন বুধবার। সরাইল উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে ২০২৩ সালের জুন মাসের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন সভার কার্যক্রম শুরু করেন। সকাল সাড়ে এগারটায় নির্বাহী অফিসারের কার্যালয়ে। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া,
সরাইল বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুর রউফ,সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল,সরাইল থানার ইন্সপেক্টর তদন্ত আসম আতিকুর রহমান। উপজেলা সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন,সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,শাহবাজপুর ইউপি চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো.মনসুর হোসেন চুন্টা ইউপি চেয়ারম্যান মো.হুমায়ুন কবির, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো.সায়েদ মিয়া,সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, সুক এর পরিচালক মো. মোমিন মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা.জান্নাত সুলতানাসহ প্রশাসনের কিছু দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দসহ স্কুল, কলেজ এর প্রধানগণ ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বলেন, সামনে ঈদ প্রধান প্রধান সড়কে যানজট, চুরি,ডাকাতি, মাদক, মলম পাটি নির্মূলে সকলকে সাথে নিয়ে কাজ করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসন কে সহযোগিতা করলে সমাজ থেকে সকল রকম অপরাধ দমন করা যাবে।এ সময় বক্তারা আরও বলেন, মাদকবিরোধী অভিযান চালাতে হবে। মাদকের ভয়াবহতার কারণে যুবসমাজ এখন ধ্বংসের পথে। মাদকের সাথে অনেকেই জড়িত রয়েছেন। মাদক নিয়ে এত কিছু বলার পরও মাদক নির্মূল করা সম্ভব হচ্ছে না।উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন স্পটে মাদক দিনে রাতে বিক্রি হচ্ছে। উপস্থিত বক্তারা বলেন, উৎসাহ উদ্দীপনার মধ্যে যেন ঈদ পালন করতে পারে সেই দিকে নজর রাখতে হবে। আইন- শৃঙ্খলার সভাপতি সকলে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
আপনার মন্তব্য লিখুন