মাদক ছেড়ে খেলায় চলো…..এমপি এডঃ শামীমা খানম
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ , ১৬ জুন ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জের জামালগঞ্জে ফেনারবাঁক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।
শুক্রবার বিকেলে ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর মাঠে অনুষ্ঠিত খেলায় পূর্বে আলোচনায় সভাপতিত্ব করেন ফেনারবাঁক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা চৌধুরী খোকন। জাকারিযা চৌধুরী পল্লবের সার্বিক সহযোগিতায় খেলায় প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের এমপি এড শামীমা আক্তার খানম এমপি।
বিশেষ অতিথি ছিলেন-জামালগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা কৃষকলীগের সভাপতি জালাল মিয়া, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ফেনারবাঁক ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও ইউপি সদস্য একলিমুর রেজা চৌধুরী মানিক,
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক প্রমূখ। ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন ফেনারবাঁক বনাম ইনাতনগর।
এতে ফেনারবাঁক ০২-০১ গোলে ইনাতনগরকে পরাজিত করে।
প্রধান অতিথি বক্তব্য বলেন, মাদক ছেড়ে খেলায় চলো, খেলাধুলা যুব সমাজকে আলোকিত পথে চলার অনুপ্রেরনা জোগায়। খেলাধুলায় মনোনিবেশ থাকলে যুব সমাজ মাদক, জোয়া, সন্ত্রাসী কর্মকান্ড থেকে বিরত রাখে। এবং ধব্বংসের হাত থেকে আলোর পথে চলতে সাহায্য করে।
আপনার মন্তব্য লিখুন