ফয়সাল হত্যামামলার আসামি গ্রেপ্তার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ , ১৫ জুন ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)সরাইল উপজেলা কালিকচ্ছ সূর্য্যকান্দি ধরন্তীর মধ্যে মারামারি ঘটনায় ফয়সাল হত্যা ও পুলিশ আক্রান্ত মামলার অন্যতম আসামি জিহাদ মিয়া (৩৫)কে গ্রেপ্তার করেছে সরাইল থানার পুলিশ। মঙ্গলবার (১৩ জুন) দিবাগত রাতে উপজেলা কালিকচ্ছ (মনিরবাগ) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জিহাদ মিয়া একই এলাকার মৃত শিশু মিয়ার ছেলে।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সরাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে ফয়সাল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ অন্তত প্রায় ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কালিকচ্ছ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ফয়সাল উপজেলার কুট্টাপাড়ার রাকিব মিয়ার ছেলে।
সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদ ভিত্তিতে ফয়সাল হত্যা ও পুলিশ আক্রান্ত মামলার অন্যতম আসামি জিহাদ মিয়াকে গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য লিখুন