সরাইলে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্ভোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ , ৮ জুন ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ- ২০২৩’ এর উদ্বোধন করা হয়েছে।‘মজবুত হলে পুষ্টির ভিত- স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’’ প্রতিপাদ্য নিয়ে সরাইলে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।বুধবার (৭ জুন) সকালে সরাইল উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ সরওয়ার উদ্দীন পুষ্টি সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো: নোমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পুষ্টি দিবস উপলক্ষ্যে গর্ভবতী মহিলা, ছোট শিশুসহ সকল স্তরের মানুষের পুস্টি নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. শাহাদাত হোসেন,সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত আলী, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, সুকের পরিচালক মো. মমিন মিয়া,সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বৃন্দ,এবং হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারীগণ ও গণমাধ্যম কর্মী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের ও মায়েদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সু-স্পষ্ট ধারনা দিতে হবে। আগামীর প্রজন্মকে একটি সুস্থ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হলে জন্মের শুরু অর্থাৎ গর্ভে থাকা অবস্থাতেই শিশুর পুষ্টি নিশ্চিত করতে হবে। এ জন্য গর্ভবতী মায়ের পুষ্টি নিশ্চিত করতে হবে।
আপনার মন্তব্য লিখুন