কসবায় প্লাস্টিকের পাইপের ভেতরে করে গাঁজা পাচার!গ্রেফতার ০১
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ , ২০ মে ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোহাম্মদ রাসেল মিয়া কসবা (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়া কসবায় প্লাস্টিকের পাইপের ভেতরে করে অভিনব কায়দায় মাদক পাচারকালে ২ কেজি গাজাসহ একজনকে আটক করেছে কসবা থানা পুলিশ।
শুক্রবার (২০ মে) দুপুর ১২ টার দিকে কসবা পৌর এলাকার টি-আলী বাড়ি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যাক্তি হলেন মো. রাসেল মিয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউপির কান্দারপাড় গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন পিপিএম ও এসআই আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পৌর এলাকার টি-আলী বাড়ি মোড়ের দক্ষিণ পাশে নয়নপুর-কসবা আঞ্চলিক সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার সঙ্গ থাকা ৩৫ ফুট পানির প্লাস্টিকের পাইপ তল্লাসী করে পাইপের ভেতরে বিশেষ কায়দায় রাখা ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন (পিপিএম) বলেন, পুলিশ সুপারের নির্দেশে মাদক অভিযান চলছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কসবা থানায় নিয়মিত আইনে মামলা রুজু করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন