ব্রাহ্মণবাড়িয়ায় শিশু আধিকার ও শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্টিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ , ১১ মে ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এনই আকন্ঞ্জি ,আর নয় বাল্যবিয়ে এগিয়ে যাবো স্বস্ন নিয়ে” এ শ্লোগান সামনে রেখে, ইপসা আয়োজনে আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সসেম্মল কক্ষে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, বিধিমালা ২০১৮, জেন্ডার সমতা, ও শিশু আধিকা ও শিশু সুরক্ষা বিষয়ক এর কর্মশালা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ শাহাগীর আলম। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সইফুল ইসলাম এর সভপতিত্বে, এতে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনটি সমম্বকারী গোলাম সারোয়ার , এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হেলেনা পারভিন, মহিলা বিষয়েক কর্মকর্তা বিকারুন্নেছা, ইসপার বিভাগীয় প্রকল্প সমম্বকারী ফারহানা ইদ্রিস, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধাণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা এতে বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সকলকে এগিয়ে আসার আহব্বান জানান। কর্মশার পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন