১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

এ সরকারের অধীনে বিএনপি’ কোন নির্বাচনে যাবে না:ব্যারিষ্টার রুমিন ফারহানা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ , ৮ এপ্রিল ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)কেন্দ্রীয় বিএনপির সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন,মানুষকে বোকা বানানোর চেষ্টা করবেন না। মানুষের অবস্থা খুবই খারাপ, এখন মানুষ জেগে উঠেছে। উন্নয়নের নামে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। জনগণের ভোটে যখন বিএনপি ক্ষমতায় আসবে।প্রত্যেকটি ঘটনার বিচার করা হবে। শনিবার (০৮ এপ্রিল) বিকাল সাড়ে চারটার দিকে সরাইল উপজেলা গরু বাজার মাঠে বিদ্যুৎ, গ্যাসসহ, দ্রব্যমূল্যেরে ঊর্ধ্বগতি, সরকারের দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে উপজেলা বিএনপি আয়োজিত বিএনপির অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন,বিএনপির এমন একটি কর্মী নেই, যার নামে মামলা হয়নি।
আমি সহ সবার নামে মামলা।কয়েক মাসে হাজার হাজার নেতা কর্মীকে গ্রেফতার করেছেন। আমাদের মহাসচিব কে দিনে গ্রেপ্তার করতে ভয় পান। রাতের বেলা অন্ধকারে গ্রেপ্তার করেছেন। মনে রাখবেন ক্ষমতা চিরস্থায়ী নয়।
সরকার ১৫ বছরের দুঃশাসনের মাধ্যমে মানুষকে যে কষ্ট দিয়েছেন। আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। ব্রয়লার মুরগি সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ এখন দিশেহারা। আপনার লুটারের দল আপনারা কি বুঝবেন মানুষের কষ্ট। এসময় তিনি বলেন,আমাদের কথা অত্যন্ত পরিষ্কার, এ সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে যাবে না।এ কর্মসূচিতে সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিসুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ শামীম। উপজেলাবিএনপি সাংগঠনিক সম্পাদক ডি এম দুলাল,
যুবদলের আহ্বায়ক মো. সুফিয়ান, যুবদলের সদস্য সচিব মো. নুর আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল লস্কর, সৈয়দ জাকিরসহ উপজেলা বিএনপি ও অঙ্গ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আরও পড়ুন