সরাইলে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ , ২৫ মার্চ ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল ২৫ মার্চের কালরাত আজ। ইতিহাসের এই দিনে পাশবিকতা, নৃশংসতা আর হিংস্রতার রূপ প্রকাশ করে পশ্চিম পাকিস্তানি শাসক ও সেনাবাহিনী। বাংলার মানুষের জীবনে নেমে আসে অন্ধকার, চলে নির্বিচারে গণহত্যা। ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টার সময় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খানের সঞ্চালনায়। বক্তব্য রাখেন, সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুর রাশেদ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইসমত আলী, অ্যাডভোকেট কামরুজ্জামান আনসারী, সরাইল সদর চেয়ারম্যান আব্দুল জব্বার, আওয়ামী লীগ নেতা মো. মাহফুজআলীসহ উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গণমাধ্যমকর্মী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন