ব্রাহ্মণবাড়িয়ায় ২ হাজার ৫৫ পিস ইয়াবা’সহ আটক-৩
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ , ৪ মার্চ ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এনই আকন্ঞ্জি ,ব্রাহ্মণবাড়িয়া কসবায় পুলিশের পৃথক অভিযানে ২ হাজার ৫৫ পিস ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো কসবা উপজেলার বায়েক ইউনিয়নের জসিম উদ্দিনের ছেলে মোঃ সুমন (২৪), জয়নাল (৪০) ও উপজেলার খাড়েরা ইউনিয়নের আবু মুসার ছেলে আশরাফুল ইসলাম (৩২)। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের আভিযানিক দল ৩টি স্থান থেকে অভিযান চালিয়ে ২ হাজার ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল’সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন