জাতীয় বীমা দিবসে সরাইলে র্যালিও আলোচনা সভা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ , ১ মার্চ ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইল জাতীয় বীমা দিবসে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার ১ মার্চ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড সহ সকল বীমা কোম্পানীর উপস্থিতিতে এক বর্নাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা চত্বরে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন’এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর। সরাইল সদর সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল।
বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর সরাইল- নাসিরনগর জোন এর সহকারী ভাইস প্রেসিডেন্ট সুদীপ দত্ত তনু।সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বীমা খাতের ব্যাপক ভূমিকা রয়েছে । মানুষের জীবন এবং সম্পত্তির আর্থিক নিরাপত্তা বীমার মাধ্যমে নিশ্চিত করা সম্ভব । তাই এ দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক উন্নয়নে স্বাধীনতার পরপরই জাতির পিতা আর্থিক খাত সংস্কারের অংশ হিসেবে বীমা শিল্পকে জাতীয়করণ করেন। বীমার গুরুত্ব তুলে ধরে। মানুষকে সচেতন করতে হবে। গ্রাহকের মাঝে আস্তা ফিরিয়ে আনতে হবে।
বক্তরা ১লা মার্চ জাতীয় বীমা দিবসে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান।
আপনার মন্তব্য লিখুন