১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:০৮ পূর্বাহ্ণ , ২৫ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

এনই আকন্ঞ্জি ,ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব সড়ক বাজারে অগ্নিকান্ডে একটি মনোহারী দোকান সম্পূর্নরূপে ভষ্মীভূত হয়েছে। আগুনে প্রায় ৩৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী হাজী খলিলুর রহমান জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বাসুদেব গ্রামের সড়ক বাজারে তামিম জেনারেল স্টোর নামে মনোহারী দোকান পরিচালনা করে আসছিলেন হাজী খলিলুর রহমান। বৃহষ্পতিবার রাতে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে পার্শ্ববর্তী দুবলা গ্রামে নিজ বাড়িতে যান। রাত প্রায় ২টার দিকে বাজারের পাহারাদারের মোবাইলের মাধ্যমে জানতে পারেন দোকানে আগুন লেগেছে। স্থানীয় এলাকাবাসী, টহল পুলিশ, আখাউড়া উপজেলার ফায়ার সার্ভিসের ২ ইউনিটের লোকজেনের সহায়তায় প্রায় সোয়া এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়। এর মধ্যে দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিভাতে গিয়ে ২জন আহত হয়েছে। বাজার কমিটির সভাপতি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী খলিলুর রহমান জানান, গত ২ মাসে আমার ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ২জনকে আটক করেছে। এরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। এছাড়াও গত কয়েক মাসে বাজারে ১৪/১৫টি চুরির ঘটনা ঘটেছে। তাদের কেউ প্রতিশোধের নেশায় আমার দোকানে আগুন দিয়েছে।

আখাড়উা ফায়ার স্টেশনের ইনচার্জ মোঃ মুনিম সারোয়ার বলেন, ঘটনার খবর পাওয়ার মাত্রই আখাউড়ার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনেন। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে ক্ষতিগ্রস্থরা জানিয়েছে, অগ্নিকান্ডের ঘটনাটি পরিকল্পিত।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

February 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  
আরও পড়ুন