তাহিরপুরে দুই ইয়াবা কারবারি গ্রেফতার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ , ১১ জানুয়ারি ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
মো. শাহীন আলম, সুনামগঞ্জঃসুনামগঞ্জের তাহিরপুরে দুই পেশাদার ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল, উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম, পার্শ্ববর্তী কামড়াবন্দ গ্রামের সুরত জামানের ছেলে আবু সুফিযান রনি।
মঙ্গলবার রাতে উপজেলার মোল্লাপাড়া গ্রাম থেকে ইয়াবার চালান সহ তাদেরকে গ্রেফতার করা হয়।
বুধবার বিকেলে তাহিরপুর থানার ওসি সেয়দ ইফতেখার হোসেন জানান, থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি টিম মোল্লাপাড়া গ্রামের পেশাদার ইয়াবা কারবারি সাইফুলের বসত বাড়িতে মঙ্গলবার রাতে অভিযান চালান।
ইয়াবা ক্রয় বিক্রয়কালে পুলিশী অভিযানে সাইফুল ও তার সহযোগি আবু সুফিয়ান রনিকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ৬৭ পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযন চলাকালে তাদের অপর সহযোগি মোল্লাপাড়া গ্রামের মৃত কাদির মিয়ার ছেলে হাসান কৌশলে পালিয়ে যায়।
এরপর মঙ্গলবার রাতে তাহিরপুর থানায় দুজনকে গ্রেফতার ও অপর একজনকে পলাতক আসামি দেখিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়।
প্রসঙ্গত, পেশাদার ইয়বা কারবারি সাইফুলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা ও ভিক্ষুক বিধবা নারীকে গণধর্ষণের মামলা আদালতে বিচারাধীন রয়েছে।##
আপনার মন্তব্য লিখুন