ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ , ৪ জানুয়ারি ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এনই আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৮ কেজি গাঁজাসহ কামাল হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে উপজেলা শিবপুর ইউনিয়নের বাঘাউড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী কামাল বাঘাউড়া এলাকায় মৃত আক্তার হোসেন ছেলে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় তারা বসতঘরে তল্লাশি চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।
আপনার মন্তব্য লিখুন