ব্রাহ্মণবাড়িয়া জেলা ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট এসোসিয়েশন গঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ , ২৮ ডিসেম্বর ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এনই আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া জেলা ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট এসোসিয়েশন গঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার ইখতিয়ার উদ্দিন ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার।
বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন,জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এম এ আজিজ,ডা.নাজিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে যার যার জায়গা থেকে কাজ করে যেতে হবে।ইঞ্জিনিয়াররা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। পরে ইঞ্জিনিয়ার মো আসাদুর রহমানকে সভাপতি ও ইঞ্জিনিয়ার রুবেল আহমেদ পায়েলকে সাধারণ সম্পাদক করে গঠিত ১০ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করা হয়।
২ বছর মেয়াদী কমিটির অন্য সদস্যরা হচ্ছেন সহ- সভাপতি মো মাহবুুবুল হক, সহ-সাধারণ সম্পাদক মো রফিকুল ইসলাম ঠাকুর,সাংগঠনিক সম্পাদক মো মাসুদুর রহমান,অর্থ সম্পাদক মোশারফ হোসেন তারেক, প্রচার সম্পাদক পিয়াস আহমেদ নিলয়, সদস্য এখলাস উদ্দিন সাব্বির। এছাড়া ইঞ্জিনিয়ার ইখতেয়ার উদ্দিন ফারুক ও ইঞ্জি মোজাম্মেল হককে উপদেষ্টা করা হয়।
আপনার মন্তব্য লিখুন