সরাইলে দুর্নীতি বিরোধী ও রোকেয়া দিবস পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ , ৯ ডিসেম্বর ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরের সামনে মানববন্ধন হয়। মানববন্ধন শেষে একটি র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন।প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির(দুপ্রক)সভাপতি মো.শফিকুল ইসলাম কানু,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা, মো.নোমান মিয়া, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা, রোকেয়া বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত আলী,সাংবাদিক মো.আইয়ুব খান, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো, তাসলিম উদ্দিন,
আওয়ামীলীগ নেতা মো.মাহফুজ আলী, আলোচনা সভা পরিচালনা করেন,শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী।অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এদিকে শুক্রবার সকাল সাড়ে দশটায় “শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” এই শ্লোগান নিয়ে সরাইলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা জান্নাত সুলতানা। আলোচনা শেষে নির্বাচিত চারজন জয়িতাকে সম্মননা স্মারক ও উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।
আপনার মন্তব্য লিখুন