১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলের সিনিয়র এএসপি সার্কেলের বিদায়ী সংবর্ধনা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:১৪ পূর্বাহ্ণ , ৬ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া সরাইল- সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.আনিছুর রহমান (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)
বদলিজনিত বিদায়ী সংবর্ধনা ও স্মৃতি স্মারক প্রদান করা হয়েছে। বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ  সোমবার(৫ ডিসেম্বর) দুপুরে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানের অয়োজন করা হয়।সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রফিক উদ্দিন ঠাকুর। বিদায়ী অতিথির এই কর্মস্থলে কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও গণমাধ্যমকর্মী ব্যক্তিত্বসহ বিশিষ্ট জন বক্তব্য প্রদান করেন।প্রধান অতিথি উপজেলার পরিষদ চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর তার বক্তব্যে একজন সৎ, যোগ্য কর্মকর্তা যিনি নিজের দাপ্তরিক কাজের পাশাপাশি অত্র সার্কেলের আপামর মানুষের নানাবিধ সুবিধা-অসুবিধা সমাধান করে এ জনপদে মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করতে সক্ষম হয়েছেন তা অবিস্বরণীয়।তিনি একজন দক্ষ ও সৎ পুলিশ কর্মকর্তা ছিলেন।সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন তার বক্তব্যে সিনিয়র সহকারী পুলিশ সুপারের সহযোগিতা ও সততার ভূয়সী প্রশংসা করেন। আয়োজিত বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন,সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, আওয়ামী লীগ নেতা মো.মাহফুজ আলী,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. তাসলিম উদ্দিন, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য কাজী আমিনুল ইসলাম শেলভী, সহকারী শিক্ষক গাজীআব্দুল মাজীদসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, বিদায়ী এ পুলিশ কর্মকর্তা প্রায় আড়াই বছর সিনিয়র সহকারী পুলিশ সুপার নাসিরনগর ও আশুগঞ্জ নিয়ে গঠিত সরাইল সার্কেলের দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করেছেন। তিনি বদলিজনিত কারণে ঢাকায় হেডকোয়ার্টারে যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানা যায়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন, অত্রবিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল করিম। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

December 2022
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন