বাঙ্গরা বাজার থানা পুলিশের অভিযানে প্রাইভেটকারসহ ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ১
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ , ২০ নভেম্বর ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশের অভিযানে একটি প্রাইভেটকারসহ ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, শনিবার রাত ৯.৩৫ মিনিটের সময়ে গোপন সংবাদের ভিত্তিতে
বাঙ্গরা বাজার থানাধীন ০৫নং পূর্ব ধৈইর (পশ্চিম) ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের খৈয়াখালী ও দৌলবাড়ি বাজারে কালভার্টের উপর দিয়ে মাদকদ্রব্য যাচ্ছে।
বাঙ্গরা বাজার থানার এসআই মোহম্মদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। এ সময় ঢাকা মেট্রো-গ-২৬-১২১১ একটি প্রাইভেটকার তল্লাশী করে ৩০ কেজি গাঁজা উদ্ধার ও একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছন। আটককৃত হলেন গোপালগঞ্জ সদর থানার থানার পার চৌধুরী বাড়ির মনজেল চৌধুরীর ছেলে মোঃ মুজাহিদ চৌধুরী ( ২৯)।
বাঙ্গরা বাজার থানার ফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজ করে রবিবার দুপুরে কুমিল্লা আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক আসামিকে জেল হাজতে পাঠিয়েছেন।
আপনার মন্তব্য লিখুন