সাংবাদিক জালালকে সরাইল মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সংবর্ধনা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ , ৯ অক্টোবর ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বের ৪১টি দেশ সফল সফরসহ সম্প্রতি জাতিসংঘের ৭৭ তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরায় জাতিসংঘের লিস্টেট ডেলিগেট সরাইলের কূতি সন্তান সাংবাদিক এমডি জালাল মিয়াকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সংবর্ধনা প্রদান করেছে। আজ ৯ অক্টোবর রোববার ঐতিহ্যবাহী সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রোমে এমডি জালাল মিয়াকে সংবর্ধনাও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সংবর্ধনা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত আলীর সভাপতিত্বে ও মো. মাহফুজ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সরাইল- আশুগঞ্জ নিবার্চনী এলাকার সাবেক সংসদ অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা, বিশেষ অতিথি ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, সিনিয়র আইনজীবী মো. উসমান গণি, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাশেদ, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম মানিক, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আইয়ুব খান,সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, মো. মঈন উদ্দিন খাজা। সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সরাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শরিফ উদ্দিন,হাজী মো. ইকবাল হোসেন, হৃদয়ে সরাইলে সভাপতি মো. ফয়সাল হোসেন মৃধা দুলাল, অনুষ্ঠানে প্রথমে কোরআন পাঠ করেন হাফেজ তাকদীর হোসেন ও সার্বিক সহযোগিতা করেন, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক মো.করিম মাস্টার।
আপনার মন্তব্য লিখুন