১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে প্রতীমা বিসর্জনে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ , ৬ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইলে উপজেলার ৪৯টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।দুর্গাপূজার শেষ দিনে বুধবার (৫ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে পুলিশ ও আনসার সদস্য এবং উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলার কালিকচ্ছ আকাশি বিলসহ অন্যান্য এলাকায় ৪৯টি মণ্ডপের প্রতীমা বিসর্জন দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দগণ।প্রশাসনের তথ্য মতে, প্রতিটি পূজামণ্ডপে প্রশাসনের কড়া নিরাপত্তাসহ নজরদারী থাকার কারণে এবং সকলের সহযোগিতা ও ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে সরাইলে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হওয়ায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকল সম্প্রদায়ের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন- সরাইলে সবসময় তারা সম্প্রীতির মাধ্যমে তাদের ধর্মীয় অনুষ্ঠানমালা পালন করে আসছেন। এবারে সেভাবে শান্তিপূর্ণভাবে শরদীয় দুর্গাপূজা উদযাপন করেছেন তারা।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আরও পড়ুন