লেবাননের আভ্যন্তরীন নিরাপত্তা বাহিনী (আইএসএফ) এর ডিজি-র সাথে রাষ্ট্রদূতের বিশেষ বৈঠক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ , ২৮ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
লেবানন থেকে জহির রায়হান : লেবাননে বাংলাদেশ সরকারের নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার। লেবাননের আভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর মহা পরিচালক জেনারেল ইমাদ ওসমান-এর সাথে গত ২৭শে ফেব্রুয়ারী মঙ্গলবার সৌজন্যে সাক্ষাতে মিলিত হন ।
এ সময় তিনি প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা বিশেষ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে আইএসএফ-এর সাহায্য কামনা করেন। জেনারেল ইমাদ মান্যবর রাষ্ট্রদূতকে এ বিষয়ে সকল প্রকার সাহায্য করার প্রতিশ্রুতি দেন।
ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশীদের নিরাপত্তার বিষয়টি তাদের দায়িত্ব বলে উল্লেখ করেন।
এছাড়া যে সকল ব্যক্তি বিভিন্ন সময়ে বাংলাদেশী কর্মীদের উপর হামলা করা ও অপহরনের হুমকি দেয়াসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা দেখার জন্য তিনি তাৎক্ষনিকভাবে তার চীফ অব স্টাফকে মনোনীত করেন।
আপনার মন্তব্য লিখুন