কসবা পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা,সিএনজি সহ দুই মাদক ব্যাবসায়ী আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ , ২৪ আগস্ট ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
মোহাম্মদ রাসেল মিয়া :ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন, পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই মোঃ লিয়াকত আলী, এএসআই/মোঃ মাসুদ সরকার, এএসআই/মোঃ আব্দুজ জাহের ও ফোর্সসহ কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান ডিউটি পরিচালনা করে ভারতীয় ২০ কেজি গাঁজাসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ আগষ্ট ২২খ্রীঃ) রাতে কসবা থানা কসবা পৌরসভা টি.আলীর মোড়ের পশ্চিম পাশে টি.আলীর বাড়ীর সামনে কসবা টু কুটি চৌমুহনী পাকা রাস্তার উপর হইতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ দিদার হোসেন (২৮), পিতা-মৃত সহিদ মিয়া, সাং-খুরাইশার, উসমান মিয়া (২৮), পিতা-মোঃ আবুল বাশার, সাং-কামালপুর, উভয় থানা- কসবা, জেলা – ব্রাহ্মণবাড়িয়াদ্বয়ের দখল ও হেফাজত হইতে ২০ কেজি গাঁজা উদ্ধার সহ একটি সিএনজি দুইজন আসামী গ্রেফতার হয়।
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় উপজেলায় মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। আটককৃতদের জেল হাজতে পাঠানো হবে। অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন