ইউনিভার্সেল মেডিকেল সাভির্সেস ৩ সেপ্টেম্বর উদ্বোধন, সেবা নিশ্চিতে অঙ্গিকার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ , ২৪ আগস্ট ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া শহরে ইউনিভার্সেল মেডিকেল সাভির্সেস লি: আগামী ৩ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিঃ এর কার্যক্রম উদ্বোধন হতে যাচ্ছে। এ উপলক্ষে ২৪ আগস্ট বুধবার সকাল ১১ দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে ইউনিভার্সেল মেডিকেল সাভির্সেস কর্তৃপক্ষ এক মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন।
ব্রাহ্মণবাড়িয়া পুরাতন জেল রোড়ে অবস্থিত সুর সম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গনে গণমাধ্যম ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,ডা. আশীষ কুমার চক্রবর্তী। অনুষ্ঠিত মতবিনিময় সভায় কার্যক্রম উপস্থাপন করেন ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।এ সময় তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা শুরু হয়েছে।এটি ঢাকাস্থ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এর একটি সহযোগী এবং ব্রাহ্মণবাড়িয়া মালিকানাধীন প্রতিষ্ঠান। তিনি আরও বলেন, যৌক্তিক মূল্যে
উন্নত স্বাস্থ্যসেবা প্রদান ও গণমানুষের আস্থার একটি প্রতিষ্ঠান গড়ে উঠবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ তাদের সুচিন্তা ও গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন, এ সময় ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এ কে এম সাহেদ হোসেন, মিডিয়া কোঅর্ডিনেটর মো. সাহেদ হোসেন, এসিস্ট্যান্ট ম্যানেজার মুস্তাফিজুর রহমান সোহাগ, ব্রাঞ্চ ম্যানেজার সরকার মনোয়ারুল ইসলামসহ হাসপাতালের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য থাকে যে,অত্যাধুনিক যন্ত্রপাতি ও সুযোগ-সুবিধা নিয়ে আগামী ৩ সেপ্টেম্বর উদ্বোধন হতে যাচ্ছে।জাতীয় সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী উদ্বোধন করবেন কথা রয়েছে।
আপনার মন্তব্য লিখুন