১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

তিনি নিজ গুণেই হয়ে উঠেন বঙ্গমাতা,এমপি শিউলি আজাদ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ , ৮ আগস্ট ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া-৩১২ আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম( শিউলি আজাদ) বলেছেন, বঙ্গবন্ধুর সহধর্মিণী হিসেবে দীর্ঘকাল তার পাশে থেকে মানবকল্যাণ ও রাজনীতির যে শিক্ষা তিনি লাভ করেছেন, তাতে তিনি একজন বিদুষী ও প্রজ্ঞাবান নারীতে রূপান্তরিত হয়ে ছিলেন। তিনি শুধু বঙ্গবন্ধুর সহধর্মিনী ছিলেন না, ছিলেন বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সন্তানদের এবং দলের নেতাকর্মীদেরও আগলে রাখতেন পরম মমতায়। এমপি বলেন, বঙ্গবন্ধু সহধর্মিণী নিজ গুণেই তিনি হয়ে উঠেন বাঙালি জাতির বঙ্গমাতা। আজ ৮ আগস্ট সোমবার বারটার দিকে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীণি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনওমহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষণ কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল হক মৃদুল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বললেন,জাতীয় সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম ( শিউলি আজাদ) এ সময় নারী এমপি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ, এ লড়াই- সংগ্রাম-আন্দোলনের নেপথ্যে প্রেরণাদাত্রী ছিলেন বঙ্গমাতা মুজিব। এমপি বলেন,বঙ্গবন্ধুর বিভিন্ন দিক-নির্দেশনা পৌঁছে দিতেন, তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি কাজে প্রেরণার উৎস হয়ে ছিলেন। এ সময় শিউলি আজাদ এমপি আরও বলেন, বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে,বঙ্গমাতা বঙ্গবন্ধু কে সক্রিয় সহযোগিতা করেছেন। বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়নের জন্য অবদান রেখেছেন। জীবনে অনেক ঝুঁকি নিয়ে কাজ করেছেন, এজন্য অনেক কষ্ট-দুর্ভোগ পোহাতে হয়েছে বঙ্গমাতা ফজিলাতুন্নেছাকে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন,সরাইল উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া,সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন প্রমুখ।পরে সাত জন দরিদ্র,অসহায় ও দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও তিনজনকে ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

August 2022
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আরও পড়ুন