কসবায় বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ , ৫ আগস্ট ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
মোহাম্মদ রাসেল মিয়া কসবা( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :কসবায় হাজার বছরের শ্রেষ্ঠ বাংঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ (শুক্রবার) ১১ টায় সকালে কসবা উপজেলা প্রাঙ্গণে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে জনাব রাশেদুল কাওসার ভূইয়া (জীবন) সাধারণ সম্পাদক কসবা উপজেলা আওয়ামীলীগ , প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
কসবা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম এর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.রাশেদুল কাওছার ভূইয়া জীবন,কসবা পৌর মেয়র এমজি হাক্কানী , উপজেলা ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন ,সহকারী কমিশনার (ভূমি) সঞ্জুব সরকার, কসবা থানা ওসি মহিউদ্দিন, কসবা উপজেলা প্রেস ক্লাব সভাপতি খ.ম হারুনুর রশিদ ঢালী, কসবা পৌর তাতীঁলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল মিয়া প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন