ভাড়ার দ্বিগুণ নিচ্ছেন, সিএনজির চালকরা
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ , ১ আগস্ট ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
স্টাফ রিপোর্টারঃ সিএনজিচালিত অটোরিকশার ভাড়া দ্বিগুণ নিচ্ছেন চালকরা। রোববার (৩১ জুলাই) সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহ না থাকার অজুহাতে ভাড়া বাড়িয়েছেন তারা।
খোঁজ নিয়ে জানা যায়, আশুগঞ্জ নদীবন্দর থেকে ভারতের আগরতলা চার লেন সড়কের উন্নতীকরণের প্রকল্পের ইউটিলিটি সিফটিংয়ের আওতায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা থেকে পুনিয়াউট নতুন বাইপাস মহাসড়ক পর্যন্ত গ্যাস পাইপলাইনের কমিশনিং কাজ রোববার সকাল থেকে শুরু হয়েছে। এজন্য তিনদিন ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল এলাকার আবাসিক এবং বাণিজ্যিক উভয় গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে সিএনজি পাম্পগুলো বন্ধ থাকায় অটোরিকশার ভাড়া দ্বিগুণ নিচ্ছেন চালকরা। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন।
লালপুরের বাকের আহমেদ খান বলেন, জরুরি কাজে বিকেলে জেলা শহরে যেতে হয়েছে। লালপুর থেকে জেলা শহরের জেলরোড পর্যন্ত সিএনজিচালক ভাড়া চাইলেন ১০০ টাকা। যেখানে নিয়মিত ভাড়া ৫০ টাকা। কারণ জানতে চাওয়ায় চালক বললেন, সিএনজি পাম্পে গ্যাস সরবরাহ বন্ধ। যারা দিচ্ছেন অতিরিক্ত মূল্যে কিনতে হয়েছে। এজন্য তারা ভাড়া বেশি নিচ্ছেন।
কসবার মনির নামে এক যুবক বলে, আজ জেলা শহরে আমার ডাক্তারের কাছে সিরিয়াল দেওয়া ছিল। তাই সিএনজিতে উঠে আসতে গেলে ভাড়া চাইলো ২০০ টাকা। অতিরিক্ত ভাড়ার কথা জিজ্ঞেস করলে চালক বলেন, পাম্পে গ্যাস দিচ্ছে না।
আপনার মন্তব্য লিখুন