১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের প্রধান জামায়াত সকাল ৮টায়

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ , ৯ জুলাই ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

এনই আকন্ঞ্জি ,ব্রাহ্মণবাড়িয়ায় রবিবার সকাল ৮ টায় ঈদ-উল-আযাহার প্রধান জামায়াত শহরের কাজীপাড়াস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সেখানে প্যান্ডেল নির্মাণসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে বৈরি আবহাওয়া থাকলে জেলা মসজিদ রোডে কেন্দ্রীয় জেলা জামে মসজিদে প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে। এছাড়াও সদর হাসপাতাল মসজিদ ও টেংকের পাড় জামে মসজিদে সকাল ৮টায়, শেরপুর মসজিদে সোয়া ৮ টায়, ভাদুঘর শাহী মসজিদে ৯ টায়সহ বিভিন্ন ঈদগাহ মাঠে ও মসজিদে মসজিদে সকাল ৮ টা থেকে ৯ টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলা জুড়ে ৮৪৬টি ঈদগাহ রয়েছে। তার মধ্যে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে ৮৪৯টি। জেলা জুড়ে ঈদের জামায়াত হবে ১৩৮৪টি।

অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, জেলার ৯টি থানায় ঈদের জামায়াত যাতে সঠিক সময়ে অনুষ্ঠিত হয় তার জন্য সংশ্লিষ্ঠ ঈদগাহ ও মসজিদ কমিটিকে বলা হয়েছে। মুসল্লীদের সার্বিক নিরাপত্তায় সংশ্লিষ্ঠ থানা পুলিশের সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্বে নিয়োজিত থাকবেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2022
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আরও পড়ুন