বন্যার পানিতে আশ্রয়হীন হয়ে পড়েছেন প্রকল্পের বাসিন্দারা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ , ২৩ জুন ২০২২, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের আশ্রয়ন প্রকল্পে বন্যার পানি ঢুকে পড়েছে। এতে আশ্রয়হীন হয়ে পড়েছেন প্রকল্পের বাসিন্দারা।
এছাড়া নাসিরনগর উপজেলার ভলাকুট, কুন্ডা, নাসিরনগর সদর, পূর্বভাগ ও গোকর্ণ ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পগুলোতে প্রায় ১২০ পরিবার পানিবেষ্টিত হয়ে বিপাকে পড়েছেন। এসব আশ্রয়ণ প্রকল্পে যাতায়াতের রাস্তা ইতোমধ্যে পানিতে ডুবে গেছে।
শ্রীঘর গ্রামের আশ্রয়ণ প্রকল্পে বসবাস করা পরিবারের সদস্যদের অভিযোগ, ঘর তৈরির আগে এ স্থানটি নিচু ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘর নির্মাণের সময় জায়গাটিতে মাটি ভরাট করেনি। ফলে অল্প বর্ষাতেই ঘরের ভিতরে পানি ঢুকে পড়েছে। এই প্রকল্পের দুই পাশের বাড়িগুলোতে এখনও পানি উঠেনি।
তারা জানিয়েছেন, গরু-বাছুর ও পরিবারের শিশুদের নিয়ে তারা বিপদে পড়েছেন। এ অবস্থায় স্থানীয় ইউনিয়ন পরিষদের সহায়তায় গরু-বাছুরসহ একটি বিদ্যালয় ভবনে আশ্রয় নিয়েছেন।
এ বিষয়ে নাসিরনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোনাব্বের হোসেন বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোতে পানি উঠে যাওয়ায় তাদেরকে আমরা স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে পুনর্বাসন করেছি। আজ ওই পরিবার গুলোর মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। তাদের জন্য মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন