১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

নতুনমাত্রা সাংস্কৃতিক সংগঠনের বাবুল চৌধুরীর স্মরণ সভায় মরণোত্তর সম্মাননা প্রদান

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ , ৯ জুন ২০২২, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট সাংস্কৃতিক -নাট্য ব্যক্তিত্ব, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক আবৃত্তি শিল্পী ফারুক আহমেদ বাবুল চৌধুরীর প্রয়াণ দিবসে স্মরণ সভায় হিরন্ময় এই তারকাকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে, এ ছাড়া স্মৃতিচারণ ও আবৃত্তি পরিবেশিত হয়। নতুনমাত্রা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে গত বুধবার সন্ধ্যায় এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, বিশিষ্ট রাজনীতিবিদ আবদুল ওয়াহিদ খান লাভলু । বিশেষ অতিথি ছিলেন মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, বিশিষ্ট নাট্যাভিনেতা সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ এমরানুর রেজা, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবু নাছের মানিক, সম্মিলিত সাংস্কৃতিক জোট ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক আবদুন নূর, সদস্য সচিব সঞ্জিব ভটাচার্য্য, বাংলাদেশ টেলিভিশনের সুরকার, জেলা শিল্পকলা একাডেমির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোসাদ্দেক মাসুদ, ফারুক আহমেদ চৌধুরীর ভ্রাতা স্ত্রী আফসানা চৌধুরী,ভ্রাতা জাবেদ চৌধুরী, কন্যা তাহমিনা চৌধুরী,পুত্র পাবলু চৌধূরী প্রমুখ। নতুনমাত্রার সম্পাদক আল আমীন শাহীনের সভাপতিত্বে এবং আবরণী আবৃত্তি সংগঠনের নির্বাহী সম্পাদক আবৃত্তি শিল্পী হাবিবুর রহমান পারভেজ এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন আবৃত্তিশিল্পী, ক্রিয়েটিভ ডিজাইনার আশরাফ পিকো। বক্তব্য রাখেন তিতাস বার্তার সম্পাদক আবদুল মতিন শানু, ইনষ্ট্রাকটর সালাউদ্দিন মাতবর, বৈশাখী শিল্পী গোষ্টীর সভাপতি মোহাম্মদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ পারুল, বাতিঘরের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন, ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের সভাপতি করবী চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন আফসানা চৌধুরী। আবৃত্তি করেন মাহবুবা জামান ডেন্সি, ডাঃ তৌহিদ আহমেদ, তাহমিনা চৌধুরী. মোর্শেদা মতিন মিলি, লিপি, সিরাজুম মনিরা শশী, সৈয়দ মারুফ, মোহাম্মদ সাব্বির, হাবিবুর রহমান রাজ্জি,কাজী নাজমুল ইসলাম উজ্জ্বল,নজরুল ইসলাম, সামিয়া আক্তার , তানজিলা আক্তার সারা প্রমুখ। আবহ সঙ্গীতে ছিলেন সাজ্জাদ হোসেন হেলাল।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2022
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আরও পড়ুন