ডিসি অফিসের কার্যালয়ে কাজে এসে মারা গেছেন এক ইউপি সচিব
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ , ৭ জুন ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এনই আকন্ঞ্জি ,ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে কাজে এসে মারা গেছেন এক ইউপি সচিব। হারাধন সুত্রধর (৫৫) নামের ওই সচিবের বাড়ি বাঞ্ছারামপুর পৌর শহরের সুত্রধর পাড়ায়। মঙ্গলবার দুপুর ৩ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় হারাধনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: রুহুল আমিন এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট সামিন সারোয়ার সেখানে ছিলেন। হারাধন শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন। গত ৯ ই মে বাঞ্ছারামপুরের রুপসদী ইউনিয়ন থেকে তাকে সরাইল উপজেলার শাহবাজপুরে বদলী করা হয়। তার মৃত্যুর পর খবর ছড়ায়, শারিরীক ভাবে অসুস্থ হারাধন তার বদলীর বিষয়ে প্রশাসনের পদস্থ এক কর্মকর্তার সাথে স্বাক্ষাত করতে গিয়েছিলেন। সেসময় বদলীর তদবীর করায় তাকে কড়া ধমক দেয়া হয়। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন।
তবে শাহবাজপুর ইউপি চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল জানান, সচিব পরিষদের কাজে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলেন।
নিহতের ছেলে তুষার সুত্রধর জানান, তার বাবা সোমবার বাড়ি থেকে শাহবাজপুর যান। তবে তিনি অসুস্থ ছিলেন।
আপনার মন্তব্য লিখুন