সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে আহতদের শতভাগ চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ , ৭ জুন ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চট্টগ্রামের সীতাকুন্ডে মর্মান্তিক অগ্নিকাণ্ডের কারণে আহত রোগীদের সব ধরনের চিকিৎসাসেবা শতভাগ নিশ্চিত করা হয়েছে।
জাহিদ মালেক বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৪ জন ও ঢাকা মেডিক্যালে একজন রোগীর নিবিড় চিকিৎসা পরিচর্যাসহ চট্টগ্রামের আলাদা একটি বার্ন ইনস্টিটিউটেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তিনি বলেন, বার্ন ইনস্টিটিউট ছাড়াও সংশ্লিষ্ট এলাকায় অন্যান্য জেনারেল হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, নার্সদের ২৪ ঘণ্টা ডিউটি নিশ্চিত করা হয়েছে। সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে আহত রোগীদের চিকিৎসাসেবা সরাসরি পর্যবেক্ষণের জন্য ঢাকা থেকে বিশেষ চিকিৎসক টিম চট্টগ্রামে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য লিখুন