বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় র্যালী ও আলোচনা সভা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ , ৩১ মে ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এনই আকন্ঞ্জি ,বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “তামাক মুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে স্থানীয় সার্কিট হাউজ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটি আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোঃ শাহীন, সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমূখ। সভায় বক্তারা তামাকের ব্যবহার কমিয়ে আনতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা গড়ে তোলার উপর সকলকে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহবান জানান।
আপনার মন্তব্য লিখুন