ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সংসদ সদস্য শাহ জিকরুল আর নেই
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ , ৮ মে ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এনই আকন্ঞ্জি ,ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (০৭ মে) রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ আইনজীবী সমিতির কার্যালয়ে নির্বাচনী প্রচারণা সভা চলাকালে হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জিকরুল আহমেদ বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ কর্তৃক মনোনীত প্যানেল থেকে সাধারণ আসনের একজন প্রার্থী ছিলেন।
আপনার মন্তব্য লিখুন