আখাউড়া স্থলবন্দরে ওজন মাপার যন্ত্র নষ্ট ওপারে আটকা গমবাহী শত ট্রাক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ , ৬ মে ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এনই আকন্ঞ্জি ,ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ওজন মাপার যন্ত্রটি (ওয়েট ব্রিজ) গত ২৭ এপ্রিল থেকে নষ্ট হয়ে আছে। যে কারণে বন্ধ রয়েছে আমদানি কার্যক্রম। ওপারে ভারতের আগরতলা স্থলবন্দরে আটকা পড়ে আছে গমবাহী শত ট্রাক।
এ অবস্থায় দুশ্চিন্তায় ব্যবসায়িরা। আগামী ৮ মে সংশ্লিষ্টরা এসে মেরামত কাজ শুরু করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এরই মধ্যে আরো বেশি ট্রাক সেখানে আটকা পড়বে। এতে লোকসানের শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়িরা।
খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া স্থলবন্দরটি মূলত রপ্তানি নির্ভর। তবে সম্প্রতি গম আসতে শুরু করায় আমদানি বাণিজ্যে গতি এসেছে। গম আমদানিতে কোনো শুল্ক না থাকা ও ভারতীয় গমের চাহিদা থাকায় ব্যবসায়িরা আমদানিতে আগ্রহী হয়ে উঠেছেন।
ব্যবসায়িদের সূত্রে জানা গেছে, রেমিকো অ্যাগ্রো ও আলম স্টোর নামে দু’টি প্রতিষ্ঠান ২৬০০ মেট্রিক টন গম আমদানি শুরু করেছে। ঈদের আগে ৫৯টি ট্রাকে করে গম ওপারের বন্দরে আসে। বৃহস্পতিবার আসে ৪০টি’র মতো ট্রাক। প্রতি ট্রাকে প্রায় ২৫ টন করে গম রয়েছে।
এদিকে গত ২৭ এপ্রিল বাংলাদেশের আখাউড়া বন্দরের ওজন মাপার যন্ত্র (ওয়েট ব্রিজ) নষ্ট হয়ে যায়। এরপর থেকে ভারতীয় পরিমাপের উপর ভিত্তি করে গম আমদানি চালু রাখা হয়। কিন্তু ব্যবসায়িরা এখন সেটা থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁরা চাইছেন, বাংলাদেশে ওজন মাপার পর সংশ্লিষ্ট ব্যবসায়িদের বুঝিয়ে দিলে এতে বিশ্বস্থতা ঠিক থাকবে। অন্যথায় হলে ওজনে হেরফের হওয়ার সম্ভাবনা থেকে ব্যবসায়িরা গম আনা বন্ধ করে দেন।
গম আমদানির সিএন্ডএফ এজেন্ট আদনান এন্টারপ্রাইজের মালিক মো. আক্তার হোসেন জানান, ওপারের ওজনের উপর নির্ভর করে সংশ্লিষ্ট ব্যবসায়িদেরকে গম বুঝিয়ে দেওয়া যাচ্ছে না। যে কারণে গম আমদানি বন্ধ থাকায় আগরতলা স্থলবন্দরে প্রায় একশ ট্রাক গম আটকা পড়েছে। ওয়েটি ব্রিজটি ঠিক করার জন্য বন্দর কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিলেও কোনো লাভ হচ্ছে না।
আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারি পরিচালক (ট্রাফিক) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘গম আমদানিতে কোনো শুল্ক নেই। যে কারণে আমরা ভারতীয় কর্তৃপক্ষের পরিমাপের উপর ভিত্তি করে আমদানি করতে ব্যবসায়িদেরকে বলেছি। শুরুতে তারা এটা করলেও বিভিন্ন কারণে এখন তারা গম আনছেন না। বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। নষ্ট হয়ে যাওয়া ওয়েটি ব্রিজ মেরামতে আগামী ৮ মে সংশ্লিষ্ট ঠিকাদারের লোকজন আসবেন।’
এদিকে ঈদুল ফিতর ও মে দিবস উপলক্ষে চারদিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার থেকে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য লিখুন