১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধসহ সুন্দর সমাজ গঠনে  “চেতনায় শাহবাজপুর”এর যাত্রা শুরু

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ , ৬ মে ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

এনই আকন্ঞ্জি, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধসহ নানা সমাজ গঠনমূলক লক্ষ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রা শুরু করেছে সামাজিক সংগঠন “চেতনায় শাহবাজপুর”। এ উপলক্ষে বুধবার বিকেলে শাহবাজপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান। এতে সংগঠনের সভাপতি মুহম্মদ রফিকুল হাসান সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ, দৈনিক মানবজমিনের যুগ্ম সম্পাদক শামীমুল হক, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সহ-সভাপতি আল আমিন শাহীন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ রোকন উদ্দিন আহমেদ জামাল। আলোচনায় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী শাহবাজপুরে বহু জ্ঞানী-গুনীজনদের জন্মস্থান। তবে বাঙ্গালি জাতির চিরাচরিত সংস্কৃতি চর্চার শাহবাজপুরে এখন মাদক, বাল্যবিবাহসহ নানা সামাজিক বিশৃঙ্খলা বিদ্যমান। তাই সকলকে সাথে নিয়ে সকল অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিয়ে সুন্দর সমাজ গড়ে তোলার লক্ষেই এই সংগঠনের যাত্রা। পরে সংগঠনের সদস্যদের সম্মাননা ক্রেষ্ট দেয়া হয়। আলোচনা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে জেলার শিল্পীবৃন্দ গান পরিবেশনা করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2022
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন