ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ , ২৯ এপ্রিল ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এনই আকন্ঞ্জি,গতকাল বৃহষ্পতিবার ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫৫) পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ি পুলিশ। সকাল ৯টায় জেলার সদর উপজেলার সুহাতা নামক স্থানের ২১২ এর ৬/৭ ডাউন লাইনের মধ্যবর্তী স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খাঁন নোমান মরদেহ উদ্ধারের সতত্যা নিশ্চিত করে জানান, স্থানীয়রা সকাল সাড়ে ৮টায় রেল লাইনের পাশে মরদেহ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। মরদেহটি অজ্ঞাত পরিচয় হওয়ায় আঙুলের ফিঙ্গার প্রিন্ট নেওয়া হবে পরিচয় জানার জন্য।
আপনার মন্তব্য লিখুন