১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

কুমিল্লার মুরাদনগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে দরিদ্র খামার মালিকের ৬টি গরুর মৃত্যু, আশংকাজনক আরো ৫টি

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ , ২৪ এপ্রিল ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

এম কে আই জাবেদ, মুরাদনগর:কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বিদ্যুৎস্পর্শে একটি খামারে ছয়টি গরু মারা গেছে। এতে আরো পাঁচটি গরুর শরীরের বিদ্যুৎপৃষ্ঠ আশঙ্কাজনক ক্ষয়ক্ষতি হয়েছে এবং গরু বাঁচাতে গিয়ে খামারের মালিক সফিকুল ইসলাম আহত হয়েছেন।

২৪ এপ্রিল রবিবার মধ্যে রাতে উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কালিপুরা গ্রামের মৃত মালুম মিয়ার ছেলে সফিকুল ইসলামের গরুর খামারে এই দূর্ঘটনা ঘটে। মারা যাওয়া গরুগুলোর মধ্যে দুটি ষাঁড়, দুটি গাভী ও দুটি বাছুর ছিল।

খামারের মালিক সফিকুল ইসলাম বলেন, প্রতিবারের মত রাত ১১টায় গরুগুলোকে খাবার দিয়ে আমি ঘুমোতে যাই। হঠাৎ (রবিবার) রাত প্রায় ১টার দিকে খামারের গরুর ছোটাছুটি ও ডাকে ঘুম ভাঙে। তখন গোয়াল ঘরের দরজায় হাত স্পর্শ করতেই আমি বিদ্যুতের শক খেয়ে মাটিতে আছড়ে পড়ি। পরে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে গোয়াল ঘরে গিয়ে দেখি ছয়টি গরু মারা গেছে। আর বাকি পাঁচটি গরু শক খেয়ে অসুস্থ হয়ে পড়ে আছে।

মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মহোদয়ের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত খামারীকে তাৎক্ষণিকভাবে ১০,০০০/- টাকা সহায়তা করা হয়েছে। সেইসাথে মৃত গরুগুলোর আনুমানিক দাম নির্ধারণ করে ক্ষয়ক্ষতির প্রতিবেদন দেয়ার জন্য স্থানীয় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও মেম্বারকে দায়িত্ব দেয়া হয়েছে। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে আরো সহায়তা প্রদান করা হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী বলেন,আহত গরুগুলোকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হবে। খামারির ছয়টি গরু মারা যাওয়ার বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম একে আজাদ বলেন, গরুর খামারের মালিক নিজের মিটার থেকে খামারে বৈদ্যুতিক সংযোগ দিয়েছিলেন। গোয়ালঘরের সংযোগটি ক্রটিপূর্ণ থাকার কারনে এই দুর্ঘটনাটি ঘটতে পারে।

## ছবির ক্যাপশন:
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত খামার মালিকের নিকট চেক বিতরণ করছেন ইউএনও অভিশেক দাস, (২) বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত ৬ টি গরুর পাশে খামার মালিক শফিকুল ইসলাম।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

April 2022
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন