১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে স্টেশনে দুর্বৃত্তের হামলায় আরএনবি সদস্য আহত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ , ১৪ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

এনই আকন্ঞ্জি ,ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তের হামলায় রেলওয়ে নিরাপত্তারক্ষী বাহিনীর (আরএনবি) এক সদস্য গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১২ এপ্রিল) রাত পৌনে একটার দিকে এই ঘটনা ঘটে। আহত বদিউল আলমকে (৩৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছেন চিকিৎসকরা।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, তালশহর রেলওয়ে স্টেশনে দুইজন রেলওয়ে নিরাপত্তারক্ষী বাহিনীর (আরএনবি) সদস্য দায়িত্ব পালন করছিলেন। তারা মাত্র দুইজন হওয়ায় একে অপর থেকে অনেক দূরত্বে দায়িত্ব পালন করছিলেন। রাত প্রায় পৌনে একটার দিকে বদিউল আলমের ওপর অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রামগামী তুর্ণা নিশিতা ট্রেনে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। তার শারীরিক অবস্থা অবনতি দেখে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠান হাসপাতালের চিকিৎসকরা।

ওসি আরও জানান, তারা স্টেশনের সকল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। মাত্র দুইজন হওয়ায় তারা দুইজনই নিরাপত্তাহীনতায় ছিলেন। হামলাকারীদের আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

April 2022
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন