ব্রাহ্মণবাড়িয়াস্থ আশুগঞ্জ কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ , ১২ এপ্রিল ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
গতকাল স্থানীয় একটি চাইনীজ রেষ্টুরেন্টে ব্রাহ্মণবাড়িয়াস্থ আশুগঞ্জ কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ ইঞ্জিনিয়ার আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন- ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা: মোঃ আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা: মোঃ শফিকুল ইসলাম , আর.এম.ও ডাঃ মোঃ ফায়েজুর রহমান ফয়েজ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মোঃ মুফিজুর রহমান বাবুল, আশুগঞ্জ ফিরোজ মিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আহমদ উল্লাহ খন্দকার, আশুগঞ্জ সমিতির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইসকান্দর মির্জা, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ এমদাদুল হক, আশুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, আখাউড়া উপজেলা সমিতির সভাপতি এডভোকেট হুমায়ুন কবীর ভূঁঞা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আবু ছায়েদ চৌধুরী, ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইয়াহিয়া।
আপনার মন্তব্য লিখুন