ইউএনওর নম্বর ক্লোন করে টাকা দাবি, ৪০ হাজার দিলেন চেয়ারম্যান
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ , ৩ এপ্রিল ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এনই আকন্ঞ্জি ,ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোবাইল ফোন ক্লোন করে জনপ্রতিনিধিসহ বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়া হচ্ছে। উপজেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া সদরের ফেসবুক আইডি থেকে এসংক্রান্ত পোস্ট দিয়ে কাউকে কোনো অর্থ না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পোস্টে ০১৭৮২৮২৩৬৩৬ নম্বরটি ক্লোন হওয়ার কথা জানানো হয়।
ইউএনও মো. ইয়ামিন হোসেন রবিবার দুপুরে জানান, এর মধ্যেই রামরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ফোন করে বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা নিয়ে গেছে। আরো একাধিক চেয়ারম্যানকে ফোন করে টাকা চাওয়া হয়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।
আপনার মন্তব্য লিখুন