১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা বরবারই নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করছেন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ , ৩১ মার্চ ২০২২, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ সৈয়দ একে একরামুজ্জামান বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা বরবারই নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করছেন। সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে তাদের বলিষ্ঠ ভূমিকা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য একরামুজ্জামান ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের সঙ্গে তার নিবিড় সম্পর্কের উল্লেখ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া ও নাসিরনগরের সঙ্গে আমার সম্পর্কের শুরু থেকে এখানকার সাংবাদিকরা আমার পাশে রয়েছেন। তারা আমাকে সহায়তা করছেন। ভালোবাসা প্রদর্শন করছেন। তাদের অনুরাগ, সহযোগিতা আমি আমৃত্যু শ্রদ্ধার সঙ্গে স্মরণে রাখবো। তিনি  গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের উন্নয়ন কাজ পরিদশর্ন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। পরে তার হাতে প্রেস ক্লাবের আজীবন সদস্য সনদ তুলে দেন প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।

এ সময় উপস্থিত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, বিএনপি নেতা শফিকুল ইসলাম ও আলী আজম। প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মো. সাদেকুর রহমান, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচএম সিরাজ, সংস্কৃতি ও তথ্য-প্রযুক্তি সম্পাদক মজিবুর রহমান খান, কার্যকরী সদস্য মনির হোসেন ও ফরহাদুল ইসলাম পারভেজ, সাবেক সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, সাবেক কোষাধ্যক্ষ আশিকুল ইসলাম, সদস্য মোজাম্মেল চৌধুরী প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন