ব্রাহ্মণবাড়িয়ায় র্যালী, বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ , ২৩ মার্চ ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এনই আকন্ঞ্জি ,স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র্যালী, বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা নাজমিন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, অ্যাডঃ আক্তার হোসেন সাইদ, ওয়াসিল সিদ্দিকী, আবু হোরায়রা, মোঃ রতন মিয়া প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধকালীন সময়ের বিভিন্ন স্মৃতিচারণ করেন। পাশাপাশি নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধের চেতনায় দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে যাওয়ার আহŸান জানান। এর আগে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
আপনার মন্তব্য লিখুন